একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ ১০ বাক্যে প্রকাশ কর।
Answers
Answered by
0
Answer:
১) একজন দেশপ্রেমিক সর্বদা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে।
২) একজন দেশপ্রেমিক সর্বদা দেশের কল্যাণের কথা চিন্তা করে।
৩) একজন দেশপ্রেমিক সর্বদা দেশের স্বার্থকে বড় করে দেখে।
৪) একজন দেশপ্রেমিক দেশের সংকটপূর্ণ অবস্থায় সবার আগে এগিয়ে আসে।
৫) একজন দেশপ্রেমিক তার ভূখণ্ড ও নাগরিকদের খুব ভালোবাসে।
৬) একজন দেশপ্রেমিক তার দেশকে নানাভাবে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। যেমন - অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি।
৭) একজন দেশপ্রেমিক নাগরিক সবসময় তার দেশের আইন কানুন মেনে চলে ও সংবিধানের প্রতি সংবেদনশীল হয়।
৮) একজন দেশপ্রেমিক সবসময় কল্যাণকর কাজে যুক্ত থাকে।
৯) একজন দেশপ্রেমিক সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে।
১০) একজন দেশপ্রেমিক সবসময় দেশের স্বাধীনতা রক্ষার চেষ্টা করে।
Similar questions