World Languages, asked by JoySaha2005, 7 months ago

একজন দেশ প্রেমিকের ১০ টি গুন বল।

Answers

Answered by payalchatterje
0

Answer:

/একজন দেশ প্রেমিক সর্বদা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে

/একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের কল্যাণের কথা চিন্তা করে ।

/একজন দেশপ্রেমিক নাগরিক দেশের স্বার্থকে বড় করে দেখে।

/ একজন দেশ প্রেমিক রাষ্ট্রের সংকট পূর্ণ মুহূর্তে সবার আগে এগিয়ে আসে।

/ একজন দেশপ্রেমিক নাগরিক তার ভূখণ্ড এবং তার নাগরিকদের খুব ভালোবাসে

/একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের আইন কানুন মেনে চলে এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়।

/একজন দেশপ্রেমিক নাগরিক দেশকে বিভিন্নভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করে ।যেমন: অর্থনীতি ,সংস্কৃতি ,রাজনীতি ইত্যাদি।

/একজন দেশপ্রেমিক নাগরিক সকল কল্যাণকর কাজে নিযুক্ত থাকে ।

/একজন দেশ প্রেমিক নাগরিক সবসময় অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে

১০/ একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা দেশের স্বাধীনতা রক্ষায় সচেষ্ট থাকে।

Answered by barkinkar
0

একজন দেশপ্রেমিকের যে সমস্ত গুনগুলি থাকা প্রয়োজন তার মধ্যে নিম্নে দশটি আলোচনা করা হলো -

  • ১. একজন প্রকৃত দেশপ্রেমিক সর্বদা দেশের সার্বিক বিকাশের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন।

  • ২. একজন দেশ প্রেমিক তাঁর দেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করবেন।

  • ৩. একজন দেশ প্রেমিক সর্বদা দেশের আইন-কানুন মেনে চলবেন এবং কোনরকম আইনবিরোধী কাজে কখনো লিপ্ত হবেন না।

  • ৪. একজন প্রকৃত দেশপ্রেমিক তাঁর দেশের সমস্ত স্তরের সমস্ত মানুষকে সমানভাবে ভালবাসবেন ও তাঁদেরকে সম্মান করবেন।

  • ৫. একজন দেশ প্রেমিক তাঁর দেশকে নিজের মায়ের মত ভালবাসবেন এবং দেশের প্রতি সর্বদা অনুগত্য প্রকাশ করবেন।

  • ৬. একজন দেশ প্রেমিক কোনোভাবে দেশের সম্পদকে নষ্ট হতে দেবেন না এবং দেশের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন।

  • ৭. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের সংকটকালে এবং নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার জন্যও পিছু পা হবেন না।

  • ৮. একজন দেশ প্রেমিক সর্বদা সময় মত ভোটাধিকার প্রয়োগ করে নিজের নাগরিক দায়িত্ব পালন করবেন।

  • ৯. একজন দেশ প্রেমিক সর্বদা দেশের সংহতি ও সম্প্রীতি রক্ষার চেষ্টা করবেন।

  • ১০. একজন দেশপ্রেমিক যে কাজেই নিযুক্ত থাকুক না কেন তিনি তাঁর কাজ সর্বদা সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।

আরও পড়ুন :

What are the 10 qualities of a patriotic citizen?

https://brainly.in/question/27584890

Who is a Patriot? (Social Studies Homework)

https://brainly.in/question/39153316

#SPJ3

Similar questions