মৌরি ফুল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো
Answers
Answer:অন্ধকার তখনও ঠিক হয় নাই। মুখুজ্জ-বাড়ির পিছনে বাঁশবাগাতে জোনাকীর দল সাঁজ জ্বালিবার উপত্রহ করিতেছিল। তাল-পুকুরের পাড়ে গাছের মাথায় বাদুড়ের দল কালো হইয়া ঝুলিতেছে- মাঠের ধারে বাঁশবাগাতের পিছনটা সূর্যাস্তের শেষ-আজোয় উজ্জ্বল। চারিদিঢে বেশ কবিত্পূর্ণ হইয়া আসিতেছে, এমন সময় মুখুজ্জদের অন্দর-বাড়ি হইতত এক তুমুল কলরব আর হহ-হে উঠিল
Explanation:
Step:1 বৃদ্ধ রামতনু মুখুজ্জ শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি রোজ সন্ধ্যাবেলায় আাুতি দিয়া থারেন, এজন্য প্রায় একপোয়া খাঁটি গাওয়া ঘি তাঁর চাই। তিনি নানা উপায়ে এই ঘি সংগ্রহ করিয়া ঘরে রাখিয়া দেন। অন্যদিঢের মত আজও তাকের উপর একটা বাটিতে ঘি-টা ছিল, তাঁর পুত্রবধু সুশীলা সেই বাটি তাকের উপর হইতে পাড়িয়া সে ঘি-টার সমস্তই দিয়া খাবার তৈয়ারি করিয়াছে।
রামতনু মুখুজ্জ মহকুমার কোটে গিরয়েছিলেন, ও-পাড়ার টৌধুরীদের পটক্ষ একটা মকদ্দমায় সাক্ষ্য দিতে।
Step:2 কবে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন, মুখুজ্জে মহাশয় প্রথমটা তাহা মরে করিতে পারেন নাই, তারপর বিপক্ষের যে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন বটে এবং এই গত জুলাই মাডে এই কোর্টেই তাহা দিয়া গিয়াছেন।
তারপর কোর্টে কি ঘটিয়াছিল, বিপক্ষের উকিল হাকিটের দিকে চাহিয়া রামতনুর উপর কি ব্যঙ্গেক্তি করিয়াছিলেন, রামতনু উকিল-আমলায় ভর্তি মুক্সেফবাবুর এজলাডে হঠাৎ কিরূপে সপুষ্প সর্ষপক্ষেত্রের আবিষ্ঠার করেন, সে সকল কথা উল্লেতের আর প্রতয়োজন নাই! তটে মোটের উপর বলা যায়, রামতনু মুখুজ্জে যখন বাটী আসিয়া পৌছিলেন, তখন তাঁর শরীরের ও মঢের অবস্থা খুবই খারাপ! কোথায় এ অবস্থায় তিনি ভাবিয়াছিলেন হাত পা ধুইয়া ঠাণ্ডা হইয়া শ্বীগুরুর উদ্দেচো আর্হত দিয়া অনিত্য বিষয়-বিভে জর্জরিত মনটে একটু স্থির করিটেন, না দেখেন যে আহুতির জন্য আলাদা করিয়া তোলা যে ঘি-টুকু তাকে ছিল, তাহার সবটাই একেবারে নষষ্ট হইয়াছে।
Step:3তারপর প্রায় অর্ধ-ঘণ্টা ধরিয়া মুখুজ্জ-বাড়ির অন্দর মহলে একটা রীতিমত কবির লড়াই চলিতে লাগিল। মুখুজ্জ-মহাশয়ের পুত্রবধু সুশীলা প্রথমটা একটু অপ্রতিভ হইলেও সামলাইয়া লইয়া এমন-সব কথায় শ্বঙররেে জবাব দিতে লাগিল যাহা একজন আঠারো-বৎসর-বয়স্কা তরুণীর মুত্খে সাজে না। পক্ষান্তরে কোর্টে বিপক্ষের উকিতের অপমান ও ঘরে আসিয়া পুত্রবধুর নিকট অপমানে ক্ষিপ্তপ্রায় রামতনু মুখুজ্জ পুত্রবধুর পিতৃকুল ও তাঁহার নিজের পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় প্রবৃ্ত হইয়া এমন সব দুরূহ পারিভাষিক শব্দের ব্যবহার করিতে লাগিলেন যে বোধ হয় বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গজেল্প উল্লিখিত কুলাদর্ণ-বিদ্যা অধ্যয়ন না করিলে সে-সব বুঝা এটেবারেই অসশ্বব।
এমন সময় মুখুজ্জ মহাশয়ের ছেলে কিকোরী বাড়ি আসিল। তাহার বয়স পঁচিশ ছাব্বিশ হইডে, বেশি লেখা-পড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারি কাছারীতে নয় টাকা বেততে মহুরগিরি করিত।
To learn more about similar questions visit:
https://brainly.in/question/30957552?referrer=searchResults
https://brainly.in/question/52519878?referrer=searchResults
#SPJ1