একজন দেশপ্রেমিকের সুনাগরিক হওয়ার দশটি গুণ কি কি
Answers
১. সুনাগরিক হতে হলে একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হবে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২. দক্ষতার সঙ্গে দেশ পরিচালনার দায়িত্ব পালন করে কারা?
ক. বুদ্ধিমান নাগরিক খ. নির্লিপ্ত নাগরিক
গ. নিরক্ষর লোক ঘ. অদক্ষ নাগরিক
৩. রাষ্ট্রের সব নাগরিক
ক. ধনী খ. বুদ্ধিমান
গ. বোকা ঘ. সুনাগরিক নয়
৪. সুনাগরিকের গুণাবলি কোনটি?
ক. বুদ্ধিমত্তা খ. উচ্চশিক্ষা
গ. উচ্চ মূল্যবোধ ঘ. নৈতিকতা
৫. সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি?
ক. আত্মসংযম খ. বিবেক গ. বুদ্ধি ঘ. শ্রমনীতি
৬. সুনাগরিকের বুদ্ধির ওপর কোন রাষ্ট্রের সফলতা নির্ভর করে?
ক. একনায়কতন্ত্রের খ. সমাজতন্ত্রের
গ. স্বৈরতন্ত্রের ঘ. আধুনিক গণতান্ত্রিক
৭. বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের
ক. অভিশাপ খ. শ্রেষ্ঠ সম্পদ
গ. কর্ণধার ঘ. ভবিষ্যৎ
৮. একজন সুনাগরিকের কোনটি থাকা উচিত?
ক. অহংকার খ. খ্যাতি লাভের আশা
গ. আত্মসংযম ঘ. ধনসম্পদ
৯. কোনটি সুনাগরিকের জাগ্রত শক্তি?
ক. বুদ্ধি খ. বিবেক
গ. আত্মসংযম ঘ. অজ্ঞতা
১০. নাগরিকের অমূল্য সম্পদ কোনটি?
ক. বিবেক খ. আত্মসংযম
গ. বুদ্ধি ঘ. স্বার্থপরতা
১১. সন্তানদের যথাযথ শিক্ষা দেওয়ার দায়িত্ব কার?
ক. প্রতিবেশির খ. বাবা-মায়ের
গ. শিক্ষকের ঘ. সরকারের
১২. একজন নাগরিক তার কোন গুণাবলিকে কাজে লাগিয়ে দায়িত্ব-কর্তব্যের জ্ঞান সম্পর্কে সচেতন হয়?
ক. বিবেক খ. বুদ্ধি গ. সচেতনতা ঘ. আত্মসংযম
১৩. একটি দেশের মূল্যবান সম্পদ কারা?
ক. বৈমানিক খ. নিরক্ষর গ. সুনাগরিক ঘ. চালক
১৪. কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে কী বলা হয়?
ক. নির্বুদ্ধিতা খ. বুদ্ধিহীনতা গ. নির্লিপ্ততা ঘ. দাম্ভিকতা
১৫. দেশের স্বার্থের চাইতে নিজের স্বার্থকে বড় করে দেখাকে কী বলে?
ক. নির্লিপ্ততা খ. ব্যক্তি স্বার্থপরায়ণতা
গ. ধর্মান্ধতা ঘ. দাম্ভিকতা
১৬. কুরবান আলী ক্ষমতার অপব্যবহার করে জনৈক মফিজকে চাকরিতে নিয়োগ দেয়। তার এই কাজে সুনাগরিকতার কোন প্রতিবন্ধকতা প্রকাশ পেয়েছে?
ক. ব্যক্তি স্বার্থপরায়ণতা খ. ধর্মান্ধতা
গ. দাম্ভিকতা ঘ. নিরক্ষরতা
১৭. কোনটি ছাড়া রাজনৈতিক দল চলতে পারে না?
ক. সমাজতন্ত্র খ. রাজতন্ত্র গ. গণতন্ত্র ঘ. প্রজাতন্ত্র
১৮. কর্মক্ষেত্রে ফয়সাল সাহেব নিজের মতামতকে সমুন্নত রাখার চেষ্টা করেন। তার এই আচরণকে কী বলা যায়?
ক. দলীয় মনোভাব খ. স্বার্থপরতা
গ. দাম্ভিকতা ঘ. নির্লিপ্ততা
১৯. সুনাগরিকতা অর্জনের জন্য দেশের সব নাগরিকদের কোনটির অধিকারী হতে হবে?
ক. উদার মনোভাব খ. স্বার্থপরতা
গ. নেতিবাচক জ্ঞানের ঘ. দাম্ভিকতার
২০. দারিদ্র্যতার কারণে আমাদের দেশের কত ভাগ লোক লিখতে পড়তে পারে না?
ক. এক-তৃতীয়াংশ খ. দুই তৃতীয়াংশ
গ. তিন-তৃতীয়াংশ ঘ. এক-চতুর্থাংশ
উত্তর
১. খ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. গ, ১৯. ক, ২০. ক
উপৰেৰ প্ৰশ্ন গুলিতেই তোমাৰ প্ৰশ্ন টা আছে।।।।ম