একজন দেশপ্রেমিকের নাগরিক দশটি বাক্য প্রকাশ করো
Answers
Answered by
0
প্রশ্ন যখন করেছেন, তাহলে তো উত্তর দিতেই হবে। আসুন জেনে নিই, একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণঃ-
দেশকে আপন মায়ের সদৃশ ভালবাসতে হবে;
দেশের মানুষকে ভালবাসতে হবে;
দেশের জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে;
দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে;
দেশের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে;
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে;
জাতীয় দিবস গুলোকে যথাবিহিত সম্মানপূর্বক পালন করতে হবে;
জাতীয় সম্পদ রক্ষা করা বা ক্ষতি সাধন না করার মানসিকতা রাখতে হবে;
সর্বদা দেশের মঙ্গল, কল্যান ও উন্নয়নের নিমিত্তে নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকতে হবে;
রাষ্ট্রদ্রোহিদের ঘৃনা করতে হবে;
Similar questions