Sociology, asked by AnikaTasnim, 4 months ago

'কপোতাক্ষ নদ' কবিতার আলোকে একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুন ১০ বাক্যে প্রকাশ কর​

Answers

Answered by fahimsarker8970
50

Answer:

i have no answer so please tell me the answer

Answered by Anonymous
76

একজন দেশপ্রেমিক নাগরিকের ১০ টি গুণ হলো নিম্নরুপ -

  • এক দেশপ্রেমিক নাগরিক দেশের আইন-কানুনকে এবং সংবিধানকে মান্য করে চলবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক দেশের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে সম্মান করে চলবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক তার দেশ ও দেশের মানুষকে ভালবাসবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক কোন রকমের অসামাজিক কাজে অংশগ্রহণ করবে না।
  • এক দেশপ্রেমিক নাগরিক সমাজের সম্প্রীতি ও সংহতি রক্ষা করার জন্য সাহায্য করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক সময় মতন ভোট দান করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক সরকারের সব নির্দেশ পালন করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক সরকারকে সময় মতন আয়কর প্রদান করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক জাতীয় উন্নতির কাজে সহায়তা করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক ট্রাফিক নিয়মের পালন করবে।
Similar questions