India Languages, asked by marufparvez31, 6 months ago

লোকে যোগেন বসাককে
মহৎ লোক বলে ভাবতো কেন?​

Answers

Answered by mdj013760
79

Answer:

লোকে যোগেন বসাককে মহৎ লোক বলে ভাবতো কেন?

Answered by poonammishra148218
0

Answer:

কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প।

কথিত আছে শুধু মীনুর মতো এতিম মেয়েকে বাড়িতে আশ্রয় দিতে।

Explanation:

Step 1: মীনু গল্পে, মীনু একজন অনাথ শিশু যার পিতা-মাতা নেই, যে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় পান। তিনি যোগেন বসাকের বাড়িতে ভরণপোষণের কাজ করেন।

কাবুলিওয়ালার একটি মেয়ে ছিল। মেনুতে তিনি ওই মেয়েটির ছবি খুঁজে পেলেন। সে কারণে মীনুর সঙ্গে প্রায়ই কথা হতো।

Step 2: উত্তর: মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী অনাথ একটি শিশু। দূর সম্পর্কের পিসিমার বাড়িতে আশ্রয় পেয়েছে সে। শুধু পেট ভাতার বিনিময়ে সে যোগেন বসাকের বাড়িতে কাজ করে। মিনুর মত সর্ব গুণান্বিতা ২৪ ঘন্টার চাকরানী পেয়েছে যোগেন বসাক।

কিন্তু লোকে কেবল আশ্রয়ের দিকটি ভেবে যোগেন বসাককে মহৎ লোক ভাবেন।

Step 3: ভাই আপনি কখনো তাঁর হাঁটা চলা এবং মানুষের সাথে ইন্টারঅ্যাকশন করতে দেখেছেন? যদি দেখে থাকেন আপনার কি কখনো কোন কারনে মনে হয়েছে সে একজন প্রতিবন্ধী? এসব কথা কোথায় পান? রাজনৈতিক চিন্তাভাবনা সম্পূর্ণ বাদ দেন, দিয়া তাঁর শিক্ষা গ্রহনের জায়গা গুলো একটু ঘেঁটে দেখুন। যেহেতু কোরা ব্যবহার করেন নিশ্চয় গুগলও ব্যবহার করতে পারেন। সেখানে ঘেঁটে দেখুন লোকটা যেসব জায়গা থেকে শিক্ষা গ্রহন করেছেন কোন ডিগ্রীই প্রতিবন্ধী কোটায় পাননি। আপনার জন্য আমিই তাঁর শিক্ষা গ্রহনের জায়গাগুলো তুলে ধরলাম|

Learn more about similar questions visit:

https://brainly.in/question/28021543?referrer=searchResults

https://brainly.in/question/27988922?referrer=searchResults

#SPJ3

Similar questions