Social Sciences, asked by tajul1232020, 3 months ago

একজন দেশ প্রেমিক নাগরিকের দশটি গুন দশবাক্যে পকাশ কর​

Answers

Answered by Anonymous
36

একজন দেশপ্রেমিক নাগরিকের ১০ টি গুণ হলো নিম্নরুপ -

  • এক দেশপ্রেমিক নাগরিক কোন রকমের অসামাজিক কাজে অংশগ্রহণ করবে না।
  • এক দেশপ্রেমিক নাগরিক সমাজের সম্প্রীতি ও সংহতি রক্ষা করার জন্য সাহায্য করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক সময় মতন ভোট দান করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক সরকারের সব নির্দেশ পালন করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক সরকারকে সময় মতন আয়কর প্রদান করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক দেশের আইন-কানুনকে এবং সংবিধানকে মান্য করে চলবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক দেশের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে সম্মান করে চলবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক তার দেশ ও দেশের মানুষকে ভালবাসবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক জাতীয় উন্নতির কাজে সহায়তা করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক ট্রাফিক নিয়মের পালন করবে।
Answered by pulakmath007
31

 \sf{ \underline{SOLUTION}} :

প্রশ্ন :

একজন দেশ প্রেমিক নাগরিকের দশটি গুন লেখো

উত্তর :

একজন দেশ প্রেমিক নাগরিকের দশটি গুন :-

1. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশকে নিজের মায়ের মতো ভালো বাসবেন

2.একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের আইন কানুন সংবিধান মেনে চলেন এবং বাকি নাগরিকদেরও তা মানতে উৎসাহিত করেন।

3. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা রাখবেন

4. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশে বসবাসকারী সমস্ত স্তরের প্রতিটি মানুষকে ভালোবাসা বাসবেন।

5. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের সম্পদ রক্ষা করবেন এবং নিজে সঠিক সময়ে কর প্রদান করবেন

6. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান দেবেন ।

7. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদাই নিজের দেশের এবং দেশের সকল নাগরিকের কল্যাণ কামনা করেন

8. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের সংকট জনক মুহূর্তে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করবেন

9. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা সঠিক ব্যাক্তিকে ভোট প্রদান করবেন

10. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের মধ্যে হওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. কত বছর বয়সে শেখ মুজিব চোখের গ্লুকোমা রোগে আক্রান্ত হন?

https://brainly.in/question/30246583

2. বর্ণ কাকে বলে? কত প্রকার ও কি কি ?

https://brainly.in/question/20905045

Similar questions