Computer Science, asked by saikatmondal01857734, 7 months ago

একজন দেশপ্রেমিক নাগরিকের ১০টি গুন ১০ বাক্যে প্রকাশ কর​

Answers

Answered by Anonymous
0

একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ হলো নিম্নরুপ -

  • এক দেশপ্রেমিক নাগরিক দেশে সংহতি ও সম্প্রীতি রক্ষা করার জন্য সাহায্য করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক দেশের উন্নয়নের জন্য সাহায্য করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক ট্রাফিক আইন পালন করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক দেশের আইন কানুন মেনে চলবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক দেশের সংবিধানকে মান্যতা দেবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক তার দেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত কে সম্মান করবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক কোন অসামাজিক কাজে অংশগ্রহণ করবে না।
  • এক দেশপ্রেমিক নাগরিক তা দেশ ও দশ কে সম্মান করে চলবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক তা দেশের সরকারের নির্দেশ মান্য করে চলবে।
  • এক দেশপ্রেমিক নাগরিক তার সরকারকে সময় মতন আয়কর প্রদান করবে।
Similar questions