Music, asked by iwokwkpekwpdp2kpedod, 6 months ago

মনে কর, তুমি শিক্ষা সফরে কোন
বিশেষ স্থানে ভ্রমন করতে
গিয়েছে। সেখানে গিয়ে তুমি কোন
কোন ধরণের অভিজ্ঞতা অর্জন
করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ​

Answers

Answered by kritikas12
0

আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কেউ দূরে থাকলে তার বাড়িতে ঘুরতে যাওয়া ভ্রমণ হলেও ভ্রমণ মানুষের সুদূর বিলাসী জিনিস। সবাই ভালবাসে সরমর পেরিয়ে মৌলিক হিমালয় জয় করে কৃষ্ণবর্ণ অরণ্যে মশাল জ্বেলে পথ খুঁজে জীবন আজীবন বেড়াতে।

কিন্তু ছোটবেলা থেকে এসে সামান্য পদ ঘুরেছি তাতে আমার মনের সাধ মেটেনি। তাই পায়ে শিকল বাঁধা পাখির মত ছটফট করেছি আর দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সেই বহু বিখ্যাত কবিতাটি বারবার আবৃত্তি করেছি-

“ইচ্ছা সম্যক গমন ভ্রমণে, কিন্তু পাঠের নাস্তি,

পায়ের শিকলি মন উড়ু, উড়ু একই দৈত্যে শান্তি।”

শিক্ষা সফরে ভ্রমণের কৌতুহল:

আমার জীবনে সবে মাত্র ১৪ টি ক্যালেন্ডার অতিক্রান্ত হয়েছে। এরই মাঝে লোকমুখে বর্ণিত ভ্রমণের অভিজ্ঞতা, পাঠ্যপুস্তকে রঙিন ছবি এবং নদনদী পাহাড়-পর্বত সমুদ্র রাজার কাহিনী স্মৃতিস্তম্ভ ঐতিহাসিক উপাদান প্রভৃতি গল্পে মনকে স্থির রাখতে না পেরে যেন বারে বারে এক কল্পনার উদয় ঘটেছে হৃদয়ে।

Similar questions