Social Sciences, asked by rfadi937, 7 months ago

একজন দেশপ্রেমিক বা সুনাগরিকের ১০টি গুন ১০টি বাক্য প্রকাশ কর

Answers

Answered by sdshekhar4
14

দেশপ্রেম বলতে বুঝায় দেশকে ভালোবাসা। দেশপ্রেম ধর্মের অঙ্গ। দেশপ্রেম সৎ ও ধার্মিকের একটি মহৎ গুণ।একজন দেশপ্রেমিক দেশের জন্য হাসিমুখে জীবন উৎসর্গ করতে পারে।

Explanation:

একজন দেশপ্রেমিক বা সুনাগরিকের ১০টি গুন ১০টি বাক্যে প্রকাশ করা হলো

১.একজন দেশপ্রেমিক নাগরিক নিজের দেশের প্রতি,দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা,শ্রদ্ধা ও মমত্ববোধ থাকে।

২.একজন দেশপ্রেমিক নাগরিক স্বদেশের নানা সমস্যা সংকটে এগিয়ে আসেন।

৩.একজন দেশপ্রেমিক নাগরিক দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে থাকেন।

৪.স্বদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়।

৫.দেশের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ যাতে না হয় সে দিকে সর্বদা খেয়াল রাখে।

৬.জাতীয় সম্পদ রক্ষা করা এবং ক্ষতি না করার মানসিকতা থাকে।

৭.দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহিদের সব সময় ঘৃণা করে।

৮.জাতীয় দিবস গুলোকে যথাবিহিত সম্মানপূর্বক পালন করে।

৯.একজন দেশপ্রেমিক সর্বদা দেশের মঙ্গল এবং উন্নতির জন্য কাজ করে।

১০.একজন দেশপ্রেমিক দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে যুদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষা করে।

Similar questions