World Languages, asked by arifulsa926, 6 months ago

একজন দেশপ্রেমিক নাগরিকের ১০টি গুন ১০ বাক্যে প্রকাশ করো?​

Answers

Answered by limakhan8040254
6

hy..class 09... dekho amio amar xm e same vabe likhsii

একজন দেশ প্রেমিক নাগরিকের সবচেয়ে বৃহৎ গুণ হচ্ছে সে তার দেশ ও দেশের মানুষদের ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে। তাছাড়াও একজন দেশ প্রেমিক তার দেশের ভোট প্রদান করে আদর্শ সরকার গঠনে সহায়তা করবে। সে সর্বদা সরকারি ভ্যাট বা কর পরিশোধ করবে। সে বৃক্ষ রোপন করবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। দেশের দরিদ্র, অসহায় ,আশ্রয়হীন এবং গরিবদের বিভিন্নভাবে সাহায্য করবে।স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে।জাতীয় দিবসগুলোতে যথাবিহীত সম্মানপূর্বক পালন করতে হবে।বোদা দেশের মঙ্গল কল্যাণ ও উন্নয়নের নিমিত্তে নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকতে হবে।রাষ্ট্রদ্রোহীদের ঘৃণা করতে হবে এবং প্রতারণার কাজ থেকে বিরত থাকতে হবে। জাতীয় সম্পদ রক্ষা করা বা ক্ষতিসাধন না করার মানসিকতা রাখতে হবে।

Similar questions