ভাড়াটিয়া আমজাদ হোসেন বাড়ির মালিক হাসান সাহেবের শিশু সন্তান আহনাফের ভীষণ আদর-সোহাগ করেন৷নিঃসন্তান আমজাদ হোসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে। আহনাফের জন্য খেলনা, খাবারসহ নানা উপহার নিয়ে আসেন৷আহনফের মা এই বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেন না। স্বামীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
গ)উদ্দীপকে আহনাফের মায়ের সাথে 'কাবুলিওয়ালা' গল্পের মিনির মা কোনদিক থেকে সাদৃশ্যপূর্ণ?_ ব্যাখ্যা কর৷
ঘ)উদ্দীপকে আমজাদ হোসেনের চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে। বিশ্লেষন কর।
Answers
Answered by
15
Answer:
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলাের উত্তর লেখ : ভাড়াটিয়া মনােয়ার হােসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাফকে ভীষণ Select আহনাফের জন্য খেলনা , খাবারসহ নানা উপহার নিম্নে আসেন । অহনাফের মা এই বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করে না । স্বামীকে এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন । গ ) উদ্দীপকে আহনাফের মায়ের সাজে কাবুলিওয়ালা ’ গল্পের মিনুর মা কোনদিক থেকে সাদৃশ্যপূর্ণ ? —ব্যাখ্যা কর । ঘ ) উদ্দীপকে মনােয়ার হােসেনের চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে । উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর । আদর - সােহাগ করেন । নিঃসন্তান মনােয়ার হােসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে ।
Answered by
1
Answer:
উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনির মা কোনদিক থেকে সাদৃশ্যপূন ব্যাখ্যা কর
Similar questions