ইতিহাস পাঠ করা প্রায়োজন কেন?
Answers
Answer:
ইতিহাস অতীতের নিরব সাক্ষী। আমরা ইতিহাস পথ করি কারন আমাদের অতীত বিষয় নিয়ে আগ্রহ আছে।আমরা এর দ্বারা অতীতে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আমরা অবগত হই।আজকে আমরা কি করে ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে এক স্বাধীন জীবন যাপন করছি তা সব কিছু জানার পেছনে ইতিহাস এর অবদান সত্যি অনস্বীকার্য।এমনকি আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অনেক জিনিষ খুঁজে পাচ্ছি যা কিনা এই ইতিহাস বিষয়ের দৌলতেই সম্ভব হচ্ছে,বিভিন্ন যুগের রাজা মহারাজা দের কর্মকাণ্ডের কথা জানতে পারছি। আর তাছাড়া কোন জায়গার নাম কেনো সেরকম হয়েছে বা কোন খাবারের নামের পেছনে কি ঘটনা ঘটছে সবই আমরা জানতে পারছি।অর্থাৎ আমাদের জীবনে সবকিছুই একদিন অতীত হয়ে যায় আর যা অতীত হিসেবে জমা থাকে তাই আমরা ইতিহাস হিসেবে পরবর্তীকালে পাঠ করি।
Explanation:
i thik it will help you dost..