ইহুদি বংশে তিনজন লোকের কী কী শারীরিক সমস্যা ছিল?
Answers
Answer: ইহুদি বংশের তিনজন লোকের শারীরিক সমস্যা ছিল। তাদের মধ্যে একজন ছিল ধবলরোগী, একজন টাকওয়ালা, আর একজন অন্ধ।
Explanation:
Answer:
একজনকে কুষ্ঠরোগ দিয়েছিলেন, অপরজনকে অন্ধ এবং শেষের জনকে টাকমাথা করেছিলেন, এবং তাদের প্রত্যেককেই খুবই কষ্টে দিনযাপন করত অতঃপর আল্লাহ তা'আলা ফেরেশতা কে মানুষের আকৃতিতে পাঠিয়ে তাদেরকে শেফা দান করলেন এবং তাদের চাহিদা মত ফেরেশতাদের প্রত্যেককে সম্পদশালী করে দিলেন একজনকে গরুর মাধ্যমে আরেকজনকে ছাগলের মাধ্যমে আরেকজনকে উট এর মাধ্যমে,অতঃপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় আল্লাহতালা তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে একজন মুসাফির বেশে তাদের নিকট পাঠালেন এবং তাদের নিকট সাহায্য প্রার্থনা করলেন উটের মালিকের নিকট একটি উট প্রার্থনা করলেন ছাগলের মালিকের নিকট একটি ছাগল প্রার্থনা করলেন এবং গাভীর মালিকের নিকট একটি গাভী দাবি করলেন অথবা কিছু সম্পদ প্রার্থনা করলেন দুজন ব্যক্তি অস্বীকৃতি জানালে তখন ফেরেশত বলল তোমরা তো সেই ব্যক্তি ছিল যারা অসুস্থ ছিলে এবং দরিদ্র অবস্থা ছিলে অতঃপর আল্লাহ তা'আলা তোমাদের কে করুণা করে তোমাদেরকে সুস্থতা দান করেছেন এবং তোমাদেরকে সম্পদশালী করেছেন সেই আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ কিছু সম্পত্তি দান এই অসহায় মুসাফির কে দান করো,কিন্তু দুইজন ব্যক্তি সম্পূর্ণ অস্বীকৃতি জানালো এবং বলল আমরা কখনই অসুস্থ ছিলাম না এবং আমরা বংশ পরস্পরায় ধনী ছিলাম,অতপর ফেরেশতা তাদের দুজনকে অভিশপ্ত প্রদান করলেন এবং বললেন তোমরা যেমন অবস্থা ছিলে তেমনি হয়ে যাও অতঃপর তারা সেই পূর্বের অসুস্থ অবস্থায় ফিরে গেল এবং গরিব অবস্থায় ফিরে গেল,কিন্তু তৃতীয় ব্যক্তি ছিলেন এর ব্যতিক্রম যখনই তার কাছে সাহায্য প্রার্থনা করা হলো তিনি বললেন আমার এই সম্পদ হতে যতগুলো প্রয়োজন তুমি নিয়ে যাও কেননা আমার এক সময় কিছুই ছিলনা মহান আল্লাহ তা'আলা তাঁর নিজ রহমতের আমাকে সুস্থতা দান করেছেন এবং এই সম্পত্তির মালিক করে দিয়েছেন অতএব তুমি তোমার প্রয়োজন মত নিতে পারো তখন ফেরেশতা বলল , আমি মানুষ নই আমি মুসাফির বেশে একজন ফেরেশতা আল্লাহ তা'আলা তোমাদের তিনজনকে পরীক্ষা করার উদ্দেশ্যে আমাকে পাঠিয়ে ছিলেন, অন্য দুইজন পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং তুমি সফলতা লাভ করেছ। অতঃপর ফেরেশতা তার জন্য দোয়া করলেন এবং সে তার দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করল।