ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা ছকে প্রদর্শন কর।
Answers
মনে কর, তুমি শিক্ষা সফরে কোন বিশেষ স্থানে ভ্রমন করতে গিয়েছে। সেখানে গিয়ে তুমি কোন কোন ধরণের অভিজ্ঞতা অর্জন করলে
মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি তা-বিশ্লেষণ কর
ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোাযোগপ্রযুক্তি এসাইনমেন্ট: class 6 ICT assignment
1 Answer
VotedOldestRecent
Arif Mahmud
Added an answer on November 6, 2020 at 10:20 pm
ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ এর ধারা ছকে প্রদর্শন: মানুষের চাহিদা বৃদ্ধি পাবার সাথে সাথে দিনে দিনে অর্থনৈতিক কর্মকান্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় কৃষি কাজ, পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য দ্রব্য বিনিময়ের মত র্কমকান্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও মানুষের প্রয়োজন মেটেনি। মানুষের প্রয়োজেন বিভিন্ন সময় ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ অব্যাহত রয়েছে;
ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসাবে রৌপ্যের মুদ্রা ও পরবর্তী কালে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়। ব্যবসায়ের ক্রমবিকাশের এ ধারাকে প্রাচীন, মধ্য, আধুনিক এই তিন পর্যায়ে বিভক্ত করা যায়। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ এর ধারা ছকে প্রদর্শন
ব্যবসায়ের ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ এর ধারাকে তিন যুগে ভাগ করা যায়-
প্রাচীন যুগ
মধ্যযুগও
আধুনিক যুগ।
১. প্রাচীন যুগ;
পশু শিকার
মৎস শিকার
ফলমুল আহরণ
কৃষিকার্য
দ্রব্য বিনিময়
২. মধ্যযুগ
বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার
বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ, রৌপ্য,ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার;
কাগজি মুদ্রার প্রচলন
বাজার ও শহর সৃষ্টি
ব্যবসায় সংগঠনের উদ্ভব
৩. আধুনিক যুগ:
শিল্প বিপ্লব
প্রযুক্তির উন্নয়ন
বিভিন্ন শিল্প কারখানার বিকাশ
বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন
ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ
এটিএম কার্ড প্রচলন
মোবাইল ব্যাংকিং চালু