History, asked by anikahoque434, 6 months ago

শিক্ষা সফরের অভিজ্ঞতা ​

Answers

Answered by anandachandra1980
6

Answer:

========মুহাম্মদ আজাদ আলী

শিক্ষা সফর মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এমনকি এক কথায় বলা যায় যে, সফর মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। মানব জাতি দেশ হতে দেশান্তরের খবর জানতে পেরেছে এ শিক্ষা সফরের মাধ্যমে। অজানাকে জানার জন্যে, অদেখাকে দেখার জন্যে, পরিচিত গণ্ডির বাইরে অপরিচিত জগৎটাকে দেখার জন্যে। অন্তরের আকুল আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দেশ বিদেশের ঐতিহাসিকরা একের পর এক দেশ সফর করে মানব সভ্যতার ইতিহাস রচনার যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তেমনি বিশ্ব সাহিত্যকেও সমৃদ্ধ করেছে। ভ্রমণ মানুষের সুপ্ত প্রবৃত্তির বিকাশ ঘটায়, জ্ঞানের দ্বারউন্মোচন করে। তার দৃষ্টান্ত আমাদের সাহ্যি অঙ্গনের প্রায় বেশির ভাগ কবি, সাহিত্যিক, ঔপন্যানিসক, প্রাবন্ধিক, গল্পকার, ছড়াকারদের দিকে দৃষ্টি দিলে দেখতে পাওয়া যায়, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কম সমাজের অন্যন্য স্তরের অবস্থানকারী অনেক বড় বড় ডিগ্রিধারী ব্যক্তির তুলনায়। এর মূল কারণ খুঁজতে গেলে দেখা যায়, সর্বাগ্রে ভ্রমণ। তাদের আত্মজীবনী পড়লে আমরা দেখবো তারা একটি জায়গায় স্থির থাকেনি।

do you know I am also a Bengali I think you can recognize me with my surname only

Similar questions