History, asked by Rabby01, 7 months ago

একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুন​

Answers

Answered by mim42
13

Answer:

একজন দেশপ্রেমিক নাগরিকের দশটা গুন

১. দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সে দেশের জনগন দেশের সম্পদ সব কিছুকেয় ভালোবাসতে শিখে,,,

২.একজন দেশপ্রেমিক নাগরিক দেশের জন্য জীবন দানে কুণ্ঠিত হননা

৩. সে সবসময় দেশের ভালোর জন্যয় কাজ করে

৪. একজন দেশপ্রেমিক কখনো সুদ, ঘুষ,অন্যায় এগুলোকে সমর্থন করেনা, কেননা এতে তার দেশের ক্ষতি হয়তেছে

৫. সে সবসময় ন্যায়ের পথে চলে

৬. দেশপ্রেমিক একজন নাগরিক কখনো দেশের ক্ষতি হবে জেনেও কোনো রকম অন্যায়কে সমর্থন করবে না।উদাহরন সরুপ বলা যেতে পারে ভুল মানুষকে ভোটদান

৭.দেশকে গড়ার কারিগর হিসেবে যা করা উচিত সে সব করতে প্রস্তুত থাকে সদাসর্বদা

৮. নিজ দেশের প্রতিটা উপাদান তার নিকট প্রানের চেয়েও প্রিয়

৯. একজন দেশপ্রেমিক দেশের খারাপ সময়ে সবার আগে এগিয়ে আসে পরিত্রানের চেস্টায়

১০. যেমনই দেশ হোক না কেন দেশপ্রেমিক এর কাছে তার দেশই সবার সেরা

Similar questions