বাংলা
এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ
ঢামিডের
ক) সংক্ষিপ্ত উত্তর প্রকা ।
১। ইহুদি বংশে তিনজন লােকের কি কি শারীরিক সমস্যা ছিল ?
২। ‘সততার পুরস্কার’ গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩। “সততার পুরস্কার' গল্পটির শিক্ষনীয় দিকটি অল্প কথায় লিখ।
৪। লােকে যােগেন বসাককে মহৎলোক বলে ভাবতাে কেন ?
৫। বােলতা বা ভিমরুলকে মিনু শত্রুভাবে কেন?
৬। মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও হটে বাইরে বেরিয়ে এসেছিল কেন ?
৭। সমঝদার আর ঘরছাড়া মানুষ কিসে টানে মিশরে ছুটে যায় ?
৮। নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও।
৯। মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কি বিশ্বাস করতেন?
১০। নীলনদ আর পিড়ামিডের দেশ ভ্রমণকাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীতি
Answers
Explanation:
* সততার পুরস্কার ***
মুহম্মদ শহীদুল্লাহ্
বহুনির্বাচনী প্রশ্নও উত্তর:
১.ফেরেশতা কেন ইহুদিদের কাছে এসেছিলেন?
উত্তর:খ).পরীক্ষা নেওয়ার জন্য।
২.তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিলেন কেন?
উত্তর:ক).আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়।
৩.উদ্দীপকের নওশাদ এবং ‘সততার পুরস্কার’গল্পের তৃতীয় ব্যক্তির মানসিকতা কোন দিক থেকে বেশি সাদৃশ্যপূর্ণ?
উত্তর:খ).পরোপকারিতা।
৪.উদ্দীপকের কাশিম এবং গল্পের প্রথম দুই ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে-
উত্তর:
প্রশ্ন:১.
ক)স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন?
উত্তর: স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন।
খ)স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন?
উত্তর:স্বর্গীয় দূত নূরের তৈরি বলে কেউ তাদের দেখতে পায় না,এ জন্য মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন।
ইহুদি বংশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা অর্থাৎ স্বর্গীয় দূত পাঠান।তারা নূরের তৈরি বলে কেউ তাদের দেখতে পায় না ।আবার দেখতে পেলে হয়তো পরীক্ষার ব্যাপারটা ঠিকমতো হবে না। এ জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন।
গ)কালাম ও আবুলের মাঝে ‘সততার পুরস্কার’গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো।
উত্তর: কালাম ও আবুলের মাঝে ‘সততার পুরস্কার’গল্পে প্রথম দুজন ইহুদির অকৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে। ‘সততার পুরস্কার’গল্পে ইহুদি বংশের তিনজন লোককে ফেরেশতা পরীক্ষা করার জন্য আল্লাহ্ একজন ফেরেশতা পাঠিয়েছিলেন।ফেরেশতা আল্লাহর তরফ থেকে তাদের সমস্যা মিটিয়ে তিনজনকে তিনটি উপহার দিয়েছিলেন যাতে তারা প্রত্যেকেই সচ্ছল হতে পারে।কিছূ দিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশীর ছদ্মবেশে আবার হাজির হয়ে সাহায্য চাইলেন।প্রথম দুজন তাদের আগের দরিদ্র অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে সাহায্য না করে তারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার পরিচয় দেয়। উদ্দীপকের হাজি মকবুল সাহেব তার যাকাতের টাকা থেকে কালামকে ভ্যান গাড়ি,আবুলকে রিক্সা ও হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিয়ে তাদের পরিশ্রম করে খেতে এবং সাধ্যমত গরিবদের সাহায্য করতে বলেছেন।কিছুদিন পর তাদের পরীক্ষা করার জন্য হাজি সাহেব একজন ভিক্ষুককে পাঠান।হাফিজ বিনে পয়সায় ভিক্ষুকের জামা সেলাই করে দিলেও আবুল কোনো সাহায্যে করল না।কালাম ও আবুলের কাজের মাঝে ‘সততার পুরুস্কার’ গল্পের এই অকৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে।
ঘ)হাফিজের কাজের মধ্যেই ‘সততার পুরস্কার’ গল্পের মূল শিক্ষা নিহিত –কথাটি বিশ্লেশন করো
উত্তর: হাফিজের কাজের মধ্যেই ‘সততার পুরস্কার’ গল্পের মূল শিক্ষা নিহিত –উপকারীর প্রতি কৃতজ্ঞতাস্বরুপ তার নির্দেশিত পথে অন্যের উপকারে লাগার দিক থেকে কথাটি যথার্থ। ‘সততার পুরস্কার’গল্পে আল্লাহ মানুষের ছদ্মবেশে ফেরেশতা পাঠিয়ে তিনজন ইহুদির শারীরিক ত্রুটি দূর করে প্রথম জনকে উট,দ্বিতীয় জনকে গাভী এবং তৃতীয় জনকে একটি ছাগলের মালিক করে দেন।কিছুদিন পর আবার ফেরেশতা এক গরিব বিদেশির ছদ্মবেশে হাজির হয়ে তিজনকে অতীতের