ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন
Answers
Answered by
0
ইতিহাস পাঠ করার প্রয়োজনীয়তা
ইতিহাস বই পাঠ করার বহু আবশ্যকতা আছে। যেমন -
- ১। ইতিহাস বই পাঠ করলে পূর্বের বহু ঘটনা ও তার বিস্তারিত বিবরণ জানা যায়।
- ২। যে-কোনো দেশে বৈদেশিক ঔপনিবেশিকতা ও তার প্রভাব (সুফল ও কুফল) সম্বন্ধে সুস্পষ্ট ধারণা জন্মায়।
- ৩। কেমনভাবে কোনো দেশ বৈদেশিক শাসন থেকে মুক্তি লাভ করেছে, তার ছবি ভেসে ওঠে।
- ৪। কোনো জাতির বিবর্তন ও ধারাবাহিকতার ধারণা জন্মায়।
- ৫। যুদ্ধবিগ্রহের সাথে সাথে বৈদেশিক নীতি ও মানুষের জীবনযাত্রার অন্য এক দিকের ছবি আঁকে থাকে ঐতিহাসিক তথ্যে।
Similar questions