World Languages, asked by sushamabiswas985, 6 months ago

একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ ১০ বাক্যে প্রকাশ কর।​

Answers

Answered by hiptoorakib
3

Answer:

১/দেশের মানুষকে ভালোবাসা।

২/দেশের উপকার করা।

৩/কঠোর পরিশ্রমি ও মানবতাবোধ সম্পন্ন হওয়া।

৪/দেশের নিয়ম বা আইন মেনে চলা।

৫/দেশের সুনাম নষ্ট হয় এমন কাজ না করা।

৬/জাতীয় সম্পদ রক্ষা করা।

৭/রাষ্ট্রদ্রোহিদের ঘৃনা করা।

৮/সংস্কৃতি পরায়ন হওয়া।

৯/দেশের বিপদে ঝাঁপিয়ে পড়া।

১০/দেশের স্বাধীনতা রক্ষা করার মানসিকতা থাকতে হবে।

নিজের মত করে বললাম।।।

Similar questions