মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো কি কি?
Answers
Answered by
7
Answer
নিম্নে কারণগুলো দেওয়া হলঃ
১)সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
২)বাঙালিদের অস্র না থাকা সত্ত্বেও তারা বুদ্ধি দিয়ে হানাদারদের যুদ্ধে কুপোকাত করেছে।
৩)১৯৭১ সাল এর ২৬সে মার্চের সাধিনতা ঘোষণা ছিল একটা অন্যতম কারণ।
৪)দেশের সাধারণ মানুষ, পেশাজীবি,নারী, গণমাধ্যম,প্রবাসী বাঙালিরাও অবদান রাখে।
৫)বাঙালিদের কয়েক দফা দাবি ছিল বিজয়ের আরেক কারণ।
Similar questions