Social Sciences, asked by shohagh, 5 months ago

বাংলাদেশের মুক্তিযুদধে বিজয়ের কারন

Answers

Answered by Umme0011
9

Answer:

আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গৌরব। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের ফলে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশকে।মুক্তিযুদ্ধ যদি না হত আমরা আমাদের দেশকে শুত্রু মুক্ত করতে পারতাম না।বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয়ের জন্য আমাদের বীর মুক্তিযুদ্ধারা দায়ি।তারা নিজের প্রান দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে।আর আমাদের জাতির পিতা দায়ি।যিনি আমাদের দেশের জন্য প্রান দিয়েছে। তার ১৯৭১ সালের ৭ই মাচের ভাশনের ফলে তিনি বাংলার মানুষকে মুক্তিযুদ্ধ করতে আহবান জানিয়েসে।আমাদের মুক্তিযুদ্ধের প্রধান কারন আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তাই এই ঋণ আমরা কখনো ভুলিতে পারিব না।আমাদের জাতির পিতা এবং মুক্তিযুদ্ধাদের জন্য আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় হয়েছে।

Similar questions