হাতেকলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপদান
সমূহ পৃথক কর এবং নিম্নের প্রশ্নের উত্তর দাও
১। এ পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
২। কাজের ধারাবাহিক বর্ণনা দাও।
৩। পরীক্ষণের উপর তােমার পর্যবেক্ষণ ও সিন্ধান্ত ব্যাখ্যা কর
৪। এ পরীক্ষণে তুমি কী কী সাবধানতা অবলন করেছ?
Answers
Answered by
2
আমরা আজকে দেখবো কিভাবে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করা যায় তার পরীক্ষণটি; আমাদের সাথেই থাকো এবং বিষয়গুলো ভালোবে পর্যবেক্ষণ কর। তাহলে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করার পরীক্ষণটি বিস্তারিত তুমি জানতে পারবে;
এই পরীক্ষণের মাধ্যমে আমরা জানবো-
- ১. এ পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে?
- ২. কাজের ধারাবাহিক বর্ণনা কর;
- ৩. পরীক্ষণের উপর তোমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ব্যাখ্যা কর।
- ৪. এ পরীক্ষণে তুমি কী কী সাবধানতা অবলম্বন করেছ?
প্রয়োজনীয় উপকরণ:
উপরের পরীক্ষণটি করার জন্য আমাদের যে সকল উপকরণ লাগবে- ১. বরফ খন্ড, ২. ঢাকনা, ৩. বিকার, ৪. তারজালি, ৫. বুনসেন বার্নার, ৬. বালি ও লবনের দ্রবণ, ৭. পানি;
- পদ্ধতির ব্যবহার:
- এই পরীক্ষণটি করার জন্য আমাদের দুটি পদ্ধতি ব্যবহার করতে হবে- ১. উর্ধ্বপাতন ও ২. ঘণীভবন
- পরীক্ষণের বিবরণ: পরীক্ষা নং ৮
- কিছু পরিমাণ কঠিন বালি মিশ্রিত অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3) লবন নাও;
একটি বিকারের মধ্যে বালি মিশ্রিত অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3) লবন রাখি;
এর খোলা মুখ একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দাও;
কাচে ঢাকনার উপর কিছু বরফ লাখ। এরপর ধীরে ধীরে বিকারটিতে তাপ প্রদান করো।
Answered by
0
Answer:
কাজের ধারাবাহিক বর্ণনা দাও
Similar questions
Biology,
3 months ago
Biology,
3 months ago
India Languages,
3 months ago
Physics,
7 months ago
English,
7 months ago
Math,
1 year ago
Art,
1 year ago
Accountancy,
1 year ago