Social Sciences, asked by iarmy5844, 7 months ago

প্রশ্ন : দেশপ্রেম কি? ​

Answers

Answered by Anonymous
2

Answer:

দেশপ্রেম একটি বোধ। বহুল ব্যবহৃত বোধ। একে দুস্কৃতকারিরা (দাপুটে প্রোট্যাস্টেন্ট সাহেব-পন্ডিত ডঃ জনসন কয়েক শ’ বছর আগে দেশপ্রেম এবং তস্করদের সুসম্পর্ক প্রসঙ্গে বয়ান দিয়েছেন), রাজনীতিবিদরা আর পণ্য ব্যবসায়ারিরা দিনরাত ব্যবহার করে চলেছেন তাঁদের দুষ্ট নেতৃত্ব/পণ্য বিকেকিরির জন্য।

কোন হক কথা বললেই নেতারা বা তস্করবর্গ আপনার দেশপ্রেমের খামতি নিয়ে খোঁটা দেবেন; পাকিস্তান আমলে এটা অহরহ সইতে হয়েছে। এখনও সে রোগ হতে মুক্তি পাইনি।জীবনানন্দ দাশের “বোধ” পদ্যটি বারবার পড়েও লাভ হয়নি।

Similar questions