নিচের প্রশ্নগুলাের উত্তর দাও
তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম-পাকিস্তানীরা যে সব বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি
তুলনামূলক চিত্র উপস্থাপন কর।
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা কর।
Answers
Answer:
৭ম শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট: এনসিটিভি কর্তৃক প্রণীত ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকের ৭ম শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমাদের সুবিদার্থে দেওয়া হল। ৭ম শ্রেণির সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমূহ পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; তাহলে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সবগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন।
>> সপ্তম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত – ডাউনলোড করুন <<
শ্রেণি: ৭ম, বাংলা বিষয়ের ১ম এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
এ্যাসাইন্টমেন্টের ক্রম : ১ম এ্যাসাইনমেন্ট;
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম : কাবুলিওয়ালা;
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলাের উত্তর লেখ :
ভাড়াটিয়া মনােয়ার হােসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাফকে ভীষণ আদর-সােহাগ করেন।
নিঃসন্তান মনােয়ার হােসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে আহনাফের জন্য খেলনা, খাবারসহ নানা উপহার নিয়ে আসেন। আহনাফের মা এই। বিষয়টিকে ভালােভাবে গ্রহণ করেন না। স্বামীকে এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
গ) উদ্দীপকে আহনাফের মায়ের সাথে ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনুর মা কোনদিক থেকে সাদৃশ্যপূর্ণ ?—ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে ‘মনােয়ার হােসেনের চরিত্রে ‘কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
মূল্যায়ন নির্দেশক:
উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের কোন দিক থেকে বিষয়টি সাদৃশ্যপূর্ণ সেই বিষয়টি উল্লেখ করতে হবে;
বিষয়টি বইয়ের আলােকে ব্যাখ্যা করতে হবে;
বিষয়টি বইয়ের সাথে মিলাতে হবে;
উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের মূলভাবটি কীভাবে প্রতিফলিত হয়েছে তা উল্লেখ করতে হবে;
বিষয়টি বইয়ের আলােকে ব্যাখ্যা করতে হবে;
উদ্দীপকের বিষয়টি গল্পের যে মূল ভাব তা যুক্তিসহ দেখাতে হবে;
Explanation:
Hope it will give you a hint to get the real answer.
please follow me and mark my answer as brainliest answer
Explanation:
নিচের প্রশ্নগুলাের উত্তর দাও:
তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম-পাকিস্তানীরা যে সব বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তুলনামূলক চিত্র উপস্থাপন কর।বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা কর।