উদ্দীপকে মনোযার হোসেনের চরিএে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে ৷ উক্তিটির যথার্থতা বিশ্লেষন কর ৷
Answers
উদীপকে মনোয়ার হোসেনের চরিএে কাবুলিওয়ালা গপের মূল ভাবের ফতিফলন ঘটেছে / উঔিটির
Answer:
মাধ্যমিক স্তরের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচিত বাংলা বইয়ে জীবন ঘনিষ্ট একটি গল্প কাবুলিওয়ালা । এই কাবুলিওয়ালা গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি দেখানো হয়ছে। কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের সাথে আহনাফের মায়ের এবং মনোয়ার হোসেন এর চরিত্রের সাথে কাবুলিওয়ালা গল্পের মূল চরিত্র নিয়ে আজকে দুটো প্রশ্নের উত্তর শিখবো আমরা।
Step-by-step explanation:
ভাড়াটিয়া মনােয়ার হােসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাফকে ভীষণ আদর-সােহাগ করেন।
নিঃসন্তান মনােয়ার হােসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে আহনাফের জন্য খেলনা, খাবারসহ নানা উপহার নিয়ে আসেন। আহনাফের মা এই। বিষয়টিকে ভালােভাবে গ্রহণ করেন না। স্বামীকে এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
কাবুলিওয়ালার একটি মেয়ে ছিল। মেনুতে তিনি ওই মেয়েটির ছবি খুঁজে পেলেন। সে কারণে মীনুর সঙ্গে প্রায়ই কথা হতো।
উদ্দীপকের আহনাফের মা, মনোয়ার হোসেনের ব্যবহারটি ভালোভাবে নেননি। নিঃসন্তান মনোয়ার হোসেন আহনাফকে আদর করতে চাইলে তিনি সেটা ভালোভাবে নেন না। বরং তার স্বামীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। যা কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের পরিচায়ক।
তাই বলা যায়, উদ্দীপকের আহনাফের মা ও কাবুলিওয়ালা মিনুর মা একে অপরের পরিপূরক।