World Languages, asked by mdshiponkhan689, 6 months ago

সততার পুরস্কার’ গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও।

Answers

Answered by sgokul8bkvafs
0

Answer:

'সততার পুরস্কার' গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দেবেন কি? তিনি ছিলেন সৎ, নির্লোভী, ধর্মভীরু, ভদ্র, নম্র, উদার, মহানুভব, দানশীল ও কৃতজ্ঞ ব্যাক্তি। ... লেখক হেলেন কেলার অন্ধ হওয়ার পরও ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া শিখেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন।

Explanation:

Answered by payalchatterje
0

Answer:

সততার পুরস্কার’ গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় :‘সততার পুরস্কার’ গল্পের ইহুদি বংশের শারীরিক ত্রুটিপূর্ণ তিনজন ব্যক্তির কাছেই আল্লাহ তাঁর ফেরেশতাকে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য। ফেরেশতা মানুষের ছদ্মবেশে গিয়ে তাদের দুঃখ-কষ্টের কথা শুনে তাদের শরীরে হাত বুলিয়ে তাদের সুস্থ ও সুন্দর করে তোলেন। শুধু তা-ই নয়, তাদের গাভিন উট, গাই ও ছাগল দিয়ে অভাব দূর করে সম্পদশালী করেন। কিন্তু পরবর্তী সময়ে ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে তাদের কাছে গেলে প্রথম দুজন সব অস্বীকার করে। কিন্তু তৃতীয় অন্ধ ব্যক্তিটি সব স্বীকার করে আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশের সঙ্গে সঙ্গে ফেরেশতাকে তাঁর ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হয়। লোকটির কৃতজ্ঞতায় আল্লাহ ও ফেরেশতা খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে যায়।

তৃতীয় অন্ধ ব্যক্তি একজন পরোপকারী মানুষ। এ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকেনি। সমাজের দীন-হীন মানুষের প্রতিও জেগে উঠেছে তার মমত্ববোধ।তৃতীয় ব্যক্তি ছিল সততা ও নৈতিক মূল্যবোধের ধারক। সে কৃতজ্ঞতাবোধের সমুজ্জ্বল। সম্পদশালী হয়েও সে তার অতীতকে ভুলে যায়নি।

এটি একটি বাংলা প্রশ্ন |

বাংলা ভাষা সম্পর্কে আরও জানুন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions