Social Sciences, asked by Malihajannat, 5 months ago

বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধম,ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা কর?​

Answers

Answered by mdkhokon99r
5

ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচিন সভ্যতা ও রাজবংশ গুলোর একটি তালিকা তৈরি কর?

Answered by mdkazisefat961
5

Explanation:

ভাড়াটিয়া মনােয়ার হােসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাফকে ভীষণ আদর-সােহাগ করেন।

নিঃসন্তান মনােয়ার হােসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে আহনাফের জন্য খেলনা, খাবারসহ নানা উপহার নিয়ে আসেন। আহনাফের মা এই। বিষয়টিকে ভালােভাবে গ্রহণ করেন না। স্বামীকে এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

গ) উদ্দীপকে আহনাফের মায়ের সাথে ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনুর মা কোনদিক থেকে সাদৃশ্যপূর্ণ ?—ব্যাখ্যা কর।

ঘ) উদ্দীপকে ‘মনােয়ার হােসেনের চরিত্রে ‘কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

মূল্যায়ন নির্দেশক:

উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের কোন দিক থেকে বিষয়টি সাদৃশ্যপূর্ণ সেই বিষয়টি উল্লেখ করতে হবে;

বিষয়টি বইয়ের আলােকে ব্যাখ্যা করতে হবে;

বিষয়টি বইয়ের সাথে মিলাতে হবে;

উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের মূলভাবটি কীভাবে প্রতিফলিত হয়েছে তা উল্লেখ করতে হবে;

বিষয়টি বইয়ের আলােকে ব্যাখ্যা করতে হবে;

উদ্দীপকের বিষয়টি গল্পের যে মূল ভাব তা যুক্তিসহ দেখাতে হবে;

Similar questions