এ্যাসাইনমেটে
মনে কর, তুমি শিক্ষা সফরে কোন
বিশেষ স্থানে ভ্রমন করতে
গিয়েছে। সেখানে গিয়ে তুমি কোন
কোন ধরণের অভিজ্ঞতা অর্জন
করলে তার একটি বিবরণ লিপি
কর।
Answers
Answered by
1
ছেলে-মেয়েরা খেলতে খেলতে পরিচিত হয় গাছপালা, ফুল-ফল, পাখি আর চারদিকের প্রকৃতির সঙ্গে। জেনে নেয় ইতিহাস ও বিজ্ঞানের তথ্যগুলো। আর তাই বয়স অনুযায়ী ছেলে-মেয়েদের বিভিন্ন সময় আহসান মঞ্জিল, সোনারগাঁ, মহাস্থানগড় বলধা গার্ডেন, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, ভাসানী নভোথিয়েটার, বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি স্থানে শিক্ষা সফরে নিয়ে যায় ‘নালন্দা’। ভ্রমণ শিক্ষার অনুষঙ্গ নয়, আবশ্যকীয় বিষয়—এমনটিই মনে করে ব্যতিক্রমধর্মী বিদ্যালয়টি।
Similar questions