জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর
Answers
Answer:
জাতীয়তাবাদের উন্মোষে ভাষা আন্দোলনের গুরুত্ব
Answer:
জাতীয়দাবাদের উন্মেষের ক্ষেত্রে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম .
১৯৪৭ সাল দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হলো ব্রিটিশ ও ভারত. তৈরী হলো ভারত ও পাকিস্তান .কিন্তু ভৌগোলিক সীমানার কারণে পাকিস্তান দুটি খন্ডে বিভক্ত .পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান .তখন পুরো পাকিস্তানের মাত্র ৬ শতাংশ মানুষের ভাষা ছিল উর্দু আর ৫৪ শতাংশ মানুষের ভাষা ছিল বাংলা .কিন্তু তারপর ও ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা .এতে ক্ষোভে ফেটে পরে পূর্ব পাকিস্তানের জনগণ .বাংলাভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে পূর্ব পাকিস্তানের রাজপথ উত্তাল হয়ে উঠে.১৯৫২ সালের ২০ফেব্রূয়ারি আন্দোলন দমাতে ১৪৪ ধারা জারি করে.নিষিদ্ধ করা হয় সকল ধরণের মিছিল মিটিং ,সমাবেশ. কিন্তু ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে. তারা পূর্ব বাংলা আইন পরিষদের দিকে অগ্রসর হতে থাকে.এবং বাংলা ভাষা কে রাষ্ট্র ভাষার দাবিতে স্লোগান দিতে থাকে. হটাৎ এই মিছিল কে লক্ষ্য করে পুলিশ গুলি বর্ষণ করে .ঘটনাস্থলে শহীদ হন রফিক , বরকত , জব্বার.হাসপাতালে মারা যান আব্দুস সালাম .অহিউল্লাহ নামে ৯ বছরের এক শিশু মারা যায় পুলিশের গুলিতে .সেখানে ছাত্র আর পুলিশের অনেক সংঘর্ষ বেঁধে যায় এই খবর ঢাকাতে ছড়িয়ে পড়লে বিক্ষপ্ত জনতা ঢাকা মেডিকেলের সামনে জড়ো হতে লাগলো.নড়ে উঠে পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসন .জনগণের ধারাবাহিক চাপে ১৯৫৬ সালে সংবিধানে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়.