৪. শতকারা:৩% লাভে বিক্রয় করলে ৩৩ টাকা লাভ হলে, ক্রয়মূল্য
কত?
Answers
Answered by
12
Answer:
বিসিএস ব্যাংক সহ সকল প্রতিযোগীতা পরীক্ষায় লাভ ক্ষতির অংক প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায় । এক্ষেত্রে কিছু টেকনিক ফলো করলে অতি সহজেই আপনি লাভ-ক্ষতির অংক করতে পারেন। চলুন দেখে নিই লাভ ক্ষতির অংক করার শর্টকাট কিছু টেকনিক।৫০ টাকার একটি পণ্য ৬০ টাকায় বিক্রি করলে ১০ টাকা লাভ হয়। আবার যদি বলা হয় ৪০ টাকায় একটি পণ্য বিক্রি করায় ১০ টাকা ক্ষতি হয়েছে তাহলে বলা যাবে না যে ৪০ টাকায় ১০ টাকা ক্ষতি হয়েছে কেননা যে কোন পণ্যের ক্রয়মূল্য ধরে লাভ ক্ষতি বের করতে হয়। তাই সেই পণ্যের ক্রয়মূল্য ছিল ৪০+১০=৫০, এবং অংক করার সময় লিখতে তে হবে ৫০টাকায় ক্ষতি হয়েছে ১০ টাকা।
Anonymous:
kitni languages aati hai apko
Similar questions