Science, asked by mdebrahim852, 4 months ago

দেশপ্রেমিক নাগরিকের দশটি গুন কীকী??​

Answers

Answered by bnida0392
1

Answer:

which language you have used here?

Answered by Anonymous
3

Answer:

একজন দেশপ্রেমিক নাগরিক মানে নিশ্চয় স্বাধীন দেশের নাগরিক। তাঁর এই গুণগুলি অবশ্যই থাকা উচিত বা থাকতে হবে।

১) দেশের সংবিধানকে সর্বোচ্চ সম্মান দেওয়া।এমনকি নিজ ধর্ম গ্রন্থের ও উপরে।

২) দেশের পতাকা,প্রতীক ও জাতীয় সংগীতকে শ্রদ্ধা করা।

৩) রাষ্ট্র প্রধান (যে দলের ই হোক না কেন) কে (ব্যক্তিগতভাবে না হলেও পদকে)সম্মান করা।

৪) দেশের আইন মান্য করা।

৫) নিজের ও অন্যান্য সহনাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন থাকা।

৬) ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নাগরিক হলে অপর নাগরিকদের ধর্মীয় অধিকার মনে রাখা।আর ধর্ম রাষ্ট্র হলে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে

Similar questions