English, asked by abdulhaque3269, 6 months ago

তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি যে সব বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তুলনামূলক চিত্র উপস্থাপন কর

Answers

Answered by TheRainbowQueen
6

Answer:

1947 সালে ভারত ভাগের পর পশ্চিম পাকিস্তান অনেক সুযোগ সুবিধা পেলেও পূর্ব পাকিস্তান এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় । যেমন ভাষাগত সমস্যা :- পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু এবং পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা। এই অবস্থায় চাকরি এবং অন্যান্য বিষয়ে উর্দুকে প্রাধান্য দেওয়ায় পূর্ব পাকিস্তানের মানুষেরা সমস্যায় পড়ে।

রাজনৈতিক সমস্যা:- পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব অনেক বেশি হওয়া সত্বেও পূর্ব পাকিস্তানের শাসনভার পড়ে পশ্চিম পাকিস্তানের ওপর।এর ফলে রাজনৈতিক জটিলতা সৃষ্টি hoy।

এছাড়া ভৌগলিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বহু সমস্যার সৃষ্টি hyechilo।

mark me brainlyest ✌️

Similar questions