বাংলা নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রতিনিধিত্বকারীর বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা কর
Answers
বাংলার নবজাগণের কিছু
বিশিষ্ট ব্যক্তিবর্গের ভূমিকা :
পৌরাণিক কুসঙ্কার, রীতি, নীতি, শিক্ষা এর রূপের পুনঃ বিবর্তন বাংলার নবজাগরণ নামে পরিচিত।
তবে বলা বাহুল্য বাংলার নব জাগরণ ব্যাপক মাত্রায় দেখা যায় কুসংস্কার এবং বাংলার শিক্ষায়।
আমাদের পরিচিত কিছু বিক্তিবর্গ যারা নবজাগরণ সাহায্য করেছিলেন, স্বামিবিবেকানান্দ, চৈতন্যে দেব, রামকৃষ্ণ, রাজা রামমোহন রায় প্রমুখ।
কুসংস্কারে নবজাগরণ :
বাংলার বীর সন্যাসী স্বামিবিবেকানান বাংলার কুসংস্কার কে বারংবার প্রশ্ন করে সাধারণ মানুষের মধ্যে যুক্তিকতা বাদী মনোভাবের উধঘটন করেছিলেন। তার ধর্মের প্রতি দৃষ্টি এবং ইশ্বর এর ব্যাখ্যা সাধারণ মানুষের চিন্তা কে প্রভাবিত করে।
চৈতন্যে দেব এর প্রেম , ইশ্বর এর প্রতি ভক্তি , এবং মুক্ত মননশীলতা মানুষকে জাগরুক করে তোলে।
শিক্ষার কথা বলতে গেলে বিদ্যাসাগর এর কথা না বললেই নয়। তার প্রচ শিক্ষার প্রস্তাবনা এবং এর জন্য উদ্যোগ থেকে বলা যায় তিনি এক দিব্যদৃষ্টি সুহ মহামানব।
তার উদ্যোগে বাংলায় ইংলিশ শিক্ষার কথা ভাবা শুরু হয়। তবে তার অবদান শুধু শিক্ষা তেই থমকে নেই। তার অবদান বাংলার কুসংস্কার এ ও আছে।
প্রমাণ , যুক্তি সহ বাংলার মূর্খ সম্প্রদায় এর উপর ঝামা ঘষার জন্য যত্ত এই ব্যাক্তি পরিচিত।
সর্ব শেষ একটাই বলবো তোমার নিজের নোট সবচেয়ে ভালো। trust me নিজে বানিয়ে দেখো অনেক ভালো ভাবে পরা যাবে।
আমি দুই বছর আগে এসব পড়েছিলাম তাই বলবো এই উত্তরে সন্তুষ্ট হও না। নিজে নোট বানাও এবং সেটা পর।যদি নিজের নোট confidence না থাকে তবে শিক্ষক কে দিয়ে check করিয়ে নাও।
KEEP SMILING AND KEEP STUDYING...:)