খাদ্য লবন ও বালির মিশ্রন থেকে উপদান গুলি পৃথক কর
Answers
Answered by
1
Answer:
সরাসরি খাদ্য লবণ ও বালির মিশ্রণ থেকে দুটি উপাদান পৃথক করা সম্ভব নয়।তাই প্রথমে বালি ও লবণের মিশ্রণে জল যোগ করে এর জলীয় দ্রবণ প্রস্তুত করে নিতে হবে।এরপর দ্রবণ থেকে ছাঁকন প্রক্রিয়ার সাহায্যে বালিকে ছেকে পৃথক করতে হবে।এখন পড়ে রইল পানি আর লবণ।এবার লবণের জলীয় দ্রবণে তাপ প্রয়োগ করে সম্পূর্ণ জলকে বাষ্পে পরিণত করলেই পাত্রের তলায় পড়ে রইবে কেবল সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ।অর্থাৎ,জলীয় দ্রবণ প্রস্তুতির পর দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে।প্রথমে ছাঁকন পরে বাষ্পীভবন।
Similar questions