English, asked by Mimi2006, 6 months ago

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ৭ই মার্চ এর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের তাৎপর্য বিশ্লেষন কর...​

Answers

Answered by zarah27
1

Answer: আপনার বইএর ২য় অধ্যায় এর পাঠ ১ এর ১ম প্যারা(1st), পাঠ ২ এর ১ম প্যারা(2nd)।(তারপর)

প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য বলেন.......... ekhan theke তিনি তার এ বক্তৃতায় 'বাংলাদেশ ' শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন।ei porjonto ১para(3rd).

বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সরাসরি স্বাধীনতার কথা না বললেও বাঙালিকে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। বক্তৃতায় শেষ অংশে "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম "ঘোষণা দিয়ে তিনি স্পষ্ট ভাবেই স্বাধীনতার ডাক দেন।(4th)

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ।............. এক অনন্য দৃষ্টান্তporjonto likhe 5th para complete korun.

at last apni apnar nijer motamot likhun 7th March er upor example : আমি মনে করি, জাতিরজনক বঙ্গবন্ধু তখন ৭ই মার্চ এর ভাষণটি যদি না দিতেন তাহলে বাঙালিরা পাকিস্তানি মিলিটারি দের বিরুদ্ধে দেশের জন্য লড়তে পারতোনা। বঙ্গবন্ধুর এই ভাষণটি জনগণ দের অনুপ্রেরণা জাগায় দেশ কে স্বাধীনকরার জন্য। তাই বলা চলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এর তাৎপর্য অনেক।(last para)

Explaination : আশা করি এটি আপনাকে অল্প হলেও সাহায্য করবে।

ধন্যবাদ।

Similar questions