প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতা গুলো কি কি
Answers
Answered by
2
Answer:
প্রাচীন বিশ্বের উল্লেখযােগ্য সভ্যতাগুলি হলাে নিম্নরুপ
মিশরীয় সভ্যতা : মিশরে নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন সভ্যতা অনেক ঐতিহাসিক রহস্য এবং বিস্ময়ের খনি। স্থাপত্যবিদ্যা, বিজ্ঞানের বিভিন্ন বিভাগে মিশরীয় সভ্যতার অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়।
- মেসােপটেমীয় সভ্যতা : টাইগ্রিস ও
ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতাও ইতিহাসের পাতায় অভূতপূর্ব স্থান অধিকার করে রয়েছে। এই সভ্যতার লেখচিত্র পৃথিবীর অন্যতম প্রাচীন লেখচিত্রের মধ্যে গণনা করা হয়।
- গ্রিক ও রােমান সভ্যতা : গ্রিক ও রােমান সভ্যতা যথাক্রমে পাশ্চাত্য বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম। এই দুই সভ্যতা আমাদের অভূতপূর্ব স্থাপত্যকলা, মাইথােলজি, বিজ্ঞান এবং দিকবিজয়ী উপহার দিয়েছে।
- সিন্ধু সভ্যতা : ভারতীয় উপমহাদেশীয় স্থানে গড়ে ওঠা এই সভ্যতা সত্যিই অতুলনীয়। আধুনিক নাগরিক সভ্যতা থেকে শুরু করে দুর্বোধ্য লিপি সবই এই সভ্যতার ইতিহাসের পাতায় অমর করে রেখেছে।
Please mark me as Brainiest
Similar questions