স্বাধীনতার পর যুদ্ধবিধস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া বর্ননা দাও।
Answers
Answer:
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন বলতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পরে দক্ষিণ এশিয়ার নবগঠিত রাষ্ট্র বাংলাদেশের ধ্বসে পড়া অর্থনীতি, রাজনীতি, বিচারব্যবস্থা, প্রশাসন, প্রতিরক্ষাসহ দেশ পরিচালনার সমস্ত দিক কী করে পুনর্নিমাণ করা হয়, সেই প্রক্রিয়াটিকে বোঝানো হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পরে বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক ছিল। ১৯৭০-এর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ধাক্কা (যাতে প্রায় আড়াই লক্ষ বাঙালির মৃত্যু হয়) কাটিয়ে না উঠতেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের কারণে দেশটির কৃষি, শিল্প, বাণিজ্য ও পরিবহন খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নতুন এই দেশের জনঘনত্ব ও জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ ছিল এবং এর সিংহভাগ নাগরিকই ছিল নিরক্ষর, অপ্রশিক্ষিত ও বেকারত্বের শিকার। যুদ্ধের কারণে দেশের আবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের ভাণ্ডার প্রায় ফুরিয়ে যায়। নবপ্রতিষ্ঠিত দেশে কাজে লাগানোর মতো প্রাকৃতিক সম্পদও ছিল অপ্রতুল। ভারত থেকে প্রত্যাবর্তনকারী প্রায় ১ কোটি শরণার্থীর পুনর্বাসনও ছিল এক বিরাট সমস্যা।