বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে। বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো।
Answers
Answer:
বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে বাংলাদেশের তার ব্যতিক্রম নয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো
Answer:
বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় তথ্য প্রযুক্তির ব্যাবহার রয়েছে, সরকারী অফিস গুলো তে পুরোপুরি এখনো প্রযুক্তি নির্ভর হয়নি, তবে বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় সব কিছুই এখন ডিজিটাল ভাবেই হয়।
যেমন, ধরুন আপনি ব্যাংক থেকে টাকা পাঠাবেন আরেকজনকে , সেক্ষেত্রে আপনি তথ্য ও প্রযুক্তি বা ডিজিটাল মাধ্যম ব্যাবহার করতে পারেন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে টাকা জমা ও তোলা সবকিছুই ঘরে বসে আপনার অ্যাকাউন্ট থেকে করতে পারেন,এছাড়াও , চাকরিতে আবেদন, পরিক্ষা, ক্লাস , কেনাকাটা , বিভিন্ন বিল আদান প্রদান, ইত্যাদি সব ই তথ্য ও প্রযুক্তির মাধ্যমে করা যাবে ।
বর্তমান পৃথিবীতে যে দেশের মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত যারা জ্ঞান চর্চা করে সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয় তাই যে দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারে বিশ্লেষণ করতে পারে সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। বাংলাদেশে ব্যাপকভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়।
(ক) কৃষিক্ষেত্রে
এখন কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করা হচ্ছে। ইন্টারনেটে ওয়েবসাইট তৈরি হয়েছে যেখানে কৃষিবিষয়ক অনেক তথ্য সম্পর্কে কৃষকেরা জানতে পারে তাছাড়া মোবাইলে কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।
(খ) চিকিৎসাক্ষেত্রে
চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তির ব্যাবহার লক্ষ্য করা যায়। রোগীর তথ্য সংরক্ষণ থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয় টেলিমেডিসিন প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। বর্তমানে অনেক ডাগনেস্টিক সেন্টার রুগীদেরকে অলনাইলে রিপোর্ট দেখার সুযোগ করে দিয়েছে।
(গ) পরিবেশ ও আবহাওয়া
আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এখন আইসিটির ব্যবহার করা হচ্ছে। ১১ মে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ করার হয়। বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়লে তখন স্যাটেলাইট এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা চালু রাখা সম্ভব হবে।
(ঘ) গবেষণা গবেষণা
গবেষণায় আইসিটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক জটিল গবেষণা অনেক সহজে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করতে পারছি।
(ঙ) ব্যাংকিং
বর্তমানে প্রায় সব ব্যাংক অনলাইন সেবা দিচ্ছে ফলে এটিএম মেশিন থেকে যেকোনো সময় টাকা তোলা যায় তাছাড়া বর্তমান ব্যাংকগুলো ব্যাংকিং সেবা প্রদান করছে
(চ) শিক্ষা ক্ষেত্রে
বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শুধু গবেষণা আটকে নিন বড় শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অত্যাধিক হারে লক্ষ্য করা যায় শিক্ষার্থীরা তাদের শিক্ষার প্রয়োজনেপ্রযুক্তি ব্যবহার করছে শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাস ডিজিটাল ডিকশনারি বুক অনলাইন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
(ছ) ব্যবসা ক্ষেত্রে
ব্যবসাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে চোখে পরার মত। আমাদানি-রপ্তানি বেড়েছে কয়েকগুন। এর পিছনে মূল কারন হল উন্নত যোগাযোগ ব্যাবস্থা। ফলে অর্জিত হয়েছে প্রচুর বৈদেশিক মুদ্রা যা দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তাছাড়া বর্তমানে বাংলাদেশে ই-কমার্সের ব্যাপক প্রসার লাভ করেছে।