English, asked by mdharunorrashid12121, 5 months ago

তোমার চাচা করোনা মহামারিতে চাকরি হারিয়েছে। তিনি পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় তোমার পাঠ্যপুস্তকের আলোকে তোমার চাচার করনীয়।​

Answers

Answered by Swarup1998
2

করোনা মহামারী

  • করোনা মহামারীতে বহু কর্মজীবি মানুষ কাজ হারিয়েছেন। এই ভয়ানক পরিস্থিতিতে কাজ হারানো মানেই হ'ল জীবনের পথে পিছলে যাওয়া।

  • যাঁরা কাজ হারিয়েছেন, তারা প্রথমে একটি দল (virtual team) তৈরি করুন এবং নিজেদের কোম্পানিকে চিঠি বা ইমেল পাঠান (কলও করতে পারেন) ও ক্রমাগত "বাড়ি থেকে কাজ" এইরকম ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান। এতে সুফল হ'তে পারে।

  • কাজ ফিরে পাওয়ার কোনো আশা দেখা না দিলে গৃহস্থালির কাজকর্ম করার প্রতি ঝুঁকি নিন। সব্জি চাষ বা অন্যান্য টুকিটাকি কাজের মধ্য দিয়ে সময়ের যথাযথ ব্যবহার করুন।

  • আগের কোম্পানী যদি কোনোমতেই কাজ দিতে প্রতিশ্রুত না হয়, তবে অন্য কোম্পানিতে যোগাযোগ করুন। আর বন্ধুবান্ধবের মাধ্যমে সুরক্ষিত পরিবেশের সন্ধান করুন।

Read more on Brainly.in

আমার চাচা করোনা মহামারীতে চাকরি হারিয়েছে এখন তার করনীয় কী?

- https://brainly.in/question/28113904

Similar questions
Math, 10 months ago