History, asked by shopnochari2, 5 months ago

তোমার চাচা করোনা মহামারিতে চাকুরি হারিয়েছে।তিনি পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।এ অবস্থায় তোমার পাঠ্য পুস্তকের আলোকে তোমার চাচার করণীয়​

Answers

Answered by sorobiakther
51

Answer:

তোমার চাচা করোনা মহামারিতে চাকুচি হারিয়েছে

Answered by poonammishra148218
0

Answer:স্রথম্মই বলে রাখি: দশটি কেন, এমন একটি কাজও আমার মনে হয় না এমন কিছ্ম আছে যা একটা निরিষ্ট বয়সের আগে না করলে মহাডারত অশুদ্ধ হয়ে যায়; তাই 'অবশ্যই করা উচিত' এমন মাথার দিব্যি আমি দিতে বসব না।

তবে হ্যাঁ, কিছু কাজ এমন অবশ্ইই আছে যেগুলো তিরিশে পড়বার আগে করে নিলে তা আপনাকে আরো ফারোওাবে বাঁচতে নিশ্ই সাহায্য করতে।

১. নিজের বাড়ি ছেড়ে একা বা রুম্মেট সহযোগে থাকা অথবা লিভ-ইন করা।

২. আর্থিক্ভাবে স্বাধীন এবং স্বচছ্ছল হওয়ার উপায় করে নেওয়া।

Explanation:

Step:1তোমার চাচা করোনা মহামারীতে চাকুরি হারিয়েছেন। তিনি পরিবার নিয়ে চরম আর্থিক সংকটের দিন কাটাচ্ছেন।এ অবস্থায় তোমার পাঠ্য পুস্তকের আলোকে তোমার চাচার করণীয় কী?

স্ত্রী বলে তোমার চেহারা ভাল লাগে না। তাহলে সেকি আমাকে মন থেকে ভালবাসে?

তোমার চাচা করোনা মহামারীতে চাকরি হারিয়েছে তিনি পরিবার নিয়ে আথিক সংকটে দিন কাটাচ্ছেন এ অবসৃহযয় তোমার পাঠ্যপুস্তকের আলোকে তোমার চাচার করনীয় কী?

তোমার চাচা করোনা মহামারিতে চাকুরি হারিয়েছেন, তিনি পরিবার নিয়ে চরম আর্ধিক সংকটে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় তোমার পাঠ্যপুস্তকের আলোকে তোমার চাচার করণীয় কী?

তোমার চাচা করোনা মহামারিতে চাকরি হারয়ে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় তোমার চাচার করনীয় কী?​

Step:2সবথেকে আলোচ্য বিষয়, আমার চাচার থেকে আমার করনীয় টা একটট বেশি।

প্রথমত আমার চাচাকে আমাদেরকে সাহায্য করতে হবে,

চাচার পাশে থাকতে হবে, সন্ভব হলে চাচাকে একটঁ কাজের ব্যবস্থা করে দেয়া দরকার,

চাষের জমি থাকলে চাচাকে চাষ করতে সাহায্য করা দরকার।

Step:3এক জাহাজের ইঞ্জিন চালু হচিছিল না। জাহাজের মালিক অনেক ই্জিিনিয়ারকে দেখিয়েছেন কিন্তু কেউ তা ঠিক করতে পারেনি। তাই তিনি 80 বছ্রের অতিষ্ণতা সম্পন্ন একজন वমকানিক্যাল পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছোট হাতুড়ি বের করলো তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একঁটা আঘাত করলেন সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে ঢেল! ৭ দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসেনে চাঁইলেন ২০,০০ ডলার! জাহাজের মালিক বলল, আপনি তো এখানে তেমন কিছুই করেন নাই।

To learn more about similar questions visit:

https://brainly.in/question/28152014?referrer=searchResults

https://brainly.in/question/18235081?referrer=searchResults

#SPJ3

Similar questions