Biology, asked by akhirahman051, 6 months ago

২। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য
বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলাে কী কী হব

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কী কী হবে?

পরীক্ষণ: উদ্ভিদের বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য যা যা দরকার-

ছোট ছোট দুটি পাত্র, ফুল গাছের দুটি চারা, পানী ও শুকনো মাটি।

পরীক্ষণ পদ্ধতি:

১. সমস্যা নির্ধারণ: পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপ কি সমস্যা স্থির করা হয়। ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন?

২. জানা তথ্য সংগ্রহ: বই পড়ে, শিক্ষককে বা পিতা-মাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করা কেন চারা গাছ মরে যেতে পারে। জিজ্ঞাসার পর জানা যায় যে, পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে।

৩. আনুমানিক/ অনুমিত সিদ্ধান্ত গ্রহণ: জানা তথ্য থেকে অনুমিত সিদ্ধান্ত নেয়া যায় পানির অভাবে চারা গাছ মারা যায়।

৪. পরীক্ষণ এর পরিকল্পনা: একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, এই পরীক্ষার জন্য দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে।

৫. পরীক্ষণ: ছোট দুটি একই রকম পাত্র নিতে হবে বা প্লাস্টিকের টব জাতীয় হলে ভালো হয়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করতে হবে। তারপর শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দিতে হবে। এবার একই ধরনের দুটি চারা পাত্রে রোপণ করতে হবে। একটি পে পানি এবং অপরটিতে শুকনা রাখতে হবে। গাছ দুটিকে একদিন ছায়ায় রেখে পরদিন পর্যবেক্ষণ করতে হবে। দেখা যাবে, একটি গাছ প্রায় মৃত অপরটি সতেজ

৬. উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ: দুটি পাত্রের সব একই ছিল। তাদের মধ্যে পার্থক্য কেবল পানি ছিল। তাই বলা যায়, পানি না দেওয়াতে একটি চারা গাছ মারা যায়।

৭. ফল প্রকাশ: পরীক্ষণ এর ফল প্রকাশ করা যাবে।

উপরের পদ্ধতিগুলোর ব্যবহার করে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন কিনা তা পরীক্ষা করা যাবে।

Similar questions