World Languages, asked by taheralisharker54, 5 months ago

সাইকাস সুপারি গাছ মস৷ কাঁঠাল গাছ৷ সরিষা
ছকে উল্লিখিত উদিত গুলো কোন ধরনের তাদের বৈশিষ্ট্য লিখ​

Answers

Answered by mdsakib182196
1

Answer:

আত্যা্্জ্জজফজফজগইএকুয়া

Answered by Iammanjula
0

Answer:

সাইকাস - ব্যক্তবীজী উদ্ভিদ

সুপারি গাছ - একবীজপত্রী, গুপ্তবীজী উদ্ভিদ  ।

মস- টেরিডোফাইট, অপুস্পক উদ্ভিদ।

কাঁঠাল গাছ- দ্বিবীজপত্রী, গুপ্তবীজী উদ্ভিদ ।

সরিষা- দ্বিবীজপত্রী, গুপ্তবীজী উদ্ভিদ ।

Explanation:

ব্যক্তবীজী উদ্ভিদঃ

  • উদ্ভিদ বহুবর্ষজীবী,  চিরসবুজ, মাইক্রোস্পোর ও মেগাস্পোর  তৈরি করে।
  • স্পোরোফিল ঘনভাবে সন্নিবেশিত হয় এবং স্ট্রোবিলাস বা কোন গঠন করে।
  • গর্ভাশয় না থাকায় কোনো ফল সৃষ্টি হয়না, নিষিক্ত ডিম্বক নগ্ন অবস্থায় থাকে।
  • ব্যক্তবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না তাই শাঁস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয় [ব্যতিক্রম Ephedra]।

গুপ্তবীজী উদ্ভিদঃ

  • এদের গর্ভাশয় থাকে, তাই ফল তৈরি হয় এবং বীজ ফলের মধ্যে থাকে।
  • বীজের মধ্যে দুই বা একটি বীজপত্র থাকতে পারে।
  • দুটি বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী এবং একটি বীজপত্র থাকলে একবীজপত্রী উদ্ভিদ বলে।
  • আলাদা ভাবে ফুল তৈরি হয়।

অপুস্পক উদ্ভিদঃ

  • স্পোর সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।
  • প্রধান উদ্ভিদ দেহ gametophyte,  sporophyte স্বাধীন।
  • সমাঙ্গ দেহী উদ্ভিদ।
  • উদ্ভিদের মূল এর পরিবর্তে রাইজয়েড রয়েছে।

To learn more, please visit:

https://brainly.in/question/10561669

https://brainly.in/question/7688145

#SPJ3

Similar questions