Social Sciences, asked by asifanik945, 5 months ago


গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী
ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভুমিকা রাখে।
ব্যাখ্যা কর।

Answers

Answered by hussainmonwar857
15

Answer:

গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী

ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভুমিকা রাখে।

ব্যাখ্যা কর।

Answered by payalchatterje
0

Answer:

উদ্দীপকের উদ্ভিদটি দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ।অর্থাৎ উদ্ভিদটি তে যে বিভাজন হয়েছে তা হলো মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজন প্রক্রিয়ার পাঁচটি ধাপ এর মধ্যে দীর্ঘস্থায়ী হলো প্রোফেজ।

প্রোফেজ ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। উদ্ভিদের ক্ষেত্রে শিশু উদ্ভিদ বা চারাগাছ ক্রমশ বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয।

প্রোফেজ ধাপ উদ্ভিদের বৃদ্ধিতে নিম্নলিখিত ভূমিকা রাখে:

১. উদ্ভিদের দৈহিক বৃদ্ধি গঠন: উদ্ভিদের জীবন শুরু হয় জাইগোট নামের একটি কোষ থেকে। এ কোষটি বিভাজনের মাধ্যমে বহুকোষী উদ্ভিদ দেহ গঠন করে।

২. উদ্ভিদের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা রক্ষা: মাইটোসিস বিভাজনের প্রোফেজ প্রক্রিয়ার ফলে উদ্ভিদ কোষের স্বাভাবিক আকার, আয়তন, আকৃতি ইত্যাদি গুনাগুন বজায় থাকে।

৩. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এর ভারসাম্য রক্ষা: উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম এ অবস্থিত বিভিন্ন ক্ষুদ্রান্ত ও রাসায়নিক উপাদানের পরিমাণগত ও নিয়ন্ত্রণগত ভারসাম্য মাইটোসিস বিভাজনের মাধ্যমে রক্ষিত হয়।

৪. উদ্ভিদের ক্ষতস্থান পূরণে: উদ্ভিদের কোন স্থান ক্ষতিগ্রস্ত হলে মাইটোসিস বিভাজনের মাধ্যমে সে কত স্থান পূরণ হয়।

জীবের দৈহিক বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার ফল।

Similar questions