কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়ােজন কেন ব্যাখ্যা কর
Answers
Answer:
বেঁচে থাকার জন্য প্রতেক প্রানীর অক্সিজেন প্রয়োজন তাই যখন পানিতে বিভিন্ন কারনে অক্সিজেন এর সল্পতা দেখা যায় তখন মাছের জন্য অক্সিজেন প্রয়োজন এটি সব মাছের জন্য প্রোয়জ্য
কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়ােজন কেন ব্যাখ্যা কর।
ভূমিকা: বেঁচে থাকার জন্য প্রানী কুলের সকল প্রানীরই অক্সিজেন প্রয়োজন। ঠিক তেমনি জলে বেঁচে থাকতে জলজ প্রানীদের অক্সিজেনের প্রয়োজন হয়। আর জলে অক্সিজেন তরল গ্যাসের আকারে দ্রবীভূত থাকে। তাই জলে অক্সিজেনের মাত্রা কমে গেলে শুধু কৈ মাছ নয় প্রায় সকল প্রকার মাছের জন্য তা ক্ষতিকর।
মূল অংশ: নানা কারণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। তারমধ্যে ১. পুকুরের তলায় বিদ্যমান জৈব পদার্থের পচন, ২. পুকুরের তলায় অবস্থিত গ্যাসের বুদবুদের সাথে বায়ুমন্ডলে অক্সিজেন চলে যাওয়া, ৪. মাটিতে লৌহের পরিমাণ বেশি থাকা, ৫. পানিতে গাছের পাতা ও ডালপালা পড়া, ৬. আকাশ মেঘাচ্ছন্ন থাকা উল্লেখযোগ্য। এসময় দেখা যায় মাছ পানির উপর ভেসে উঠে, পুকুর পাড়ের কাছে চলে আসে এবং মাছ ক্লান্তিহীনভাবে পানিতে ঘোরাফেরা করতে থাকে।
অক্সিজেন ঘাটতি মোকাবেলার কিছু উপায় রয়েছে তারমধ্যে পানির উপরিভাগে ঢেউ সৃষ্টি করে বা পানি আন্দোলিত করে কিংবা পাম্প দিয়ে নতুন পানি সরবরাহ করে। তাছাড়া গ্রামগঞ্জে সাঁতার কেটে বা বাঁশ পিটিয়ে বা হাত দিয়ে পানি ছিটিয়ে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে।
উপসংহার: কৈ মাছেরে প্রান। যা সহজে মরেনা। তাই কৈ মাছ যে জলাশয়ে বসবাস অনুপযোগী সেই জলাশয়ে তো অন্য মাছ বসবাস করা দুস্কর। সকল প্রকার মাছের জন্য সর্বপরি যেমন ভালো জলাশয় প্রয়োজন, তেমন সেই জলাশয়ে পর্যাপ্ত পরিমাণ দ্রবীভূত অক্সিজেনও প্রয়োজন।