Science, asked by FojleRabbi, 4 months ago

প্রশ্ন ১ : পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও এন্টামিবা আছে। এদের সবার
গঠন ও বৈশিষ্ট্য এক রকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাক্টেরিয়া মানুষের
উপকার ও অপকার করে থাকে।
ক) এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
খ্য ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।​

Answers

Answered by payalchatterje
0

Answer:

)এককোষী প্রাণীঘটিত তথা অ্যামিবাঘটিত আমাশয় এন্ট্যামিবা হিস্টোলাইটিকা নামক অণুজীবের কারণে ঘটে থাকে। অ্যামিবাঘটিত আমাশয় দুইটি রূপ ধারণ করতে পারে।

)যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদি কোষ বলে। ব্যাকটেরিয়ার কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলে একে আদি কোষী জীব বলা হয়। ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না

) ধান গাছে টুংরো রোগ এই ভাইরাসের কারণে হয়। যার ফলে ধান অতি তাড়াতাড়ি ঝরে পড়ে।

তামাকের মোজাইক রোগ এই ভাইরাসের কারণে হয়। এর ফলে তামাকের পাতা বিবর্ণ হয়ে যায়।

)ব্যাকটেরিয়া মৃত জীব দেহ ও আবর্জনা পৌঁছাতে সাহায্য করে। যার ফলে খুব সহজেই জৈব সার বানানো সম্ভব হয়। পাট থেকে আট ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। এতে বিদেশে পাট রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।

Similar questions