শক্তির নৌতিয়তা সূত্র কি ?
Answers
Answered by
0
শক্তির নিত্যতা সূত্র :
"শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমান নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।"
● শক্তির বিভিন্ন রূপ আছে। মোটামুটিভাবে শক্তির নয়টি রূপ দিয়ে প্রাকৃতিক সব ঘটনার ব্যাখ্যা দেয়া হয়। শক্তির রূপগুলি হলঃ
যান্ত্রিক শক্তি
আলোক শক্তি
শব্দ শক্তি
তাপ শক্তি
চৌম্বক শক্তি
তড়িৎবিদ্যুৎ শক্তি
নিউক্লিয় শক্তি
রাসায়নিক শক্তি
সৌর শক্তি
● প্রধান দুটি ভাগ - স্থিতি শক্তি ও গতি শক্তি
Similar questions