Science, asked by aparnachy93, 6 months ago

( সাইকাস,সুপারি গাছ, মস,কাঁঠাল গাছ, সরিষা)
ছকে উল্লিখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখ।​

Answers

Answered by payalchatterje
0

Answer:

সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা” ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হল।

ক. মস অপুষ্পক উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য-

i. স্পোর বা রেনু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।

ii. এরা সমাঙ্গ দেহী উদ্ভিদ।

iii. উদ্ভিদের নায়মুল থাকে না সাধারণত। মূল এর পরিবর্তে রাইজয়েড রয়েছে।

iv. এরা সবুজ ও স্বভোজী।

খ. সাইকাস একটি নগ্নবীজী উদ্ভিদ। এর বৈশিষ্ট্য-

i. ফুলের ডিম্বাশয় থাকে না |

ii. ডিম্বক গুলো নগ্ন থাকে |

iii. ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে।

গ. সুপারি গাছ, কাঁঠাল গাছ, সরিষা এগুলো আবৃতবীজী উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য-

i. এসব উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে।

ii. নিষেকের পর ডিম্বক বীজ ও ডিম্বাশয় ফলে পরিণত হয়।

iii. বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে।

এটি একটি বাংলা প্রশ্ন |

বাংলা ভাষা সম্পর্কে আরও জানুন:

1) https://brainly.in/question/9179234

2) https://brainly.in/question/5630001

Similar questions