Sociology, asked by nathritika086, 6 months ago

শিক্ষাৰ বৃত্তিমুলক লক্ষ্য কি? সমাজত এই লক্ষ্যত কিয় অগ্ৰাধিকাৰ দিয়া হয়?​

Answers

Answered by Anonymous
5

Answer:

Answer

0

DoietaHossain

Expert

125 answers

1.5K people helped

Answer:

১. ওয়ারেন হেস্টিংস:

তিনি ১৭৮১ সালে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এতে মুসলিমদের চাকরির সুযোগ সৃষ্টি করে।

পরবর্তীতে হিন্দু সম্প্রদায়ের জন্য ১৭৯১ সালে প্রতিষ্ঠা করেন সংস্কৃত কলেজ। এদেশে এসময় জ্ঞানচর্চায় সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয়।

২. স্যার উইলিয়াম কেরি:

ইংরেজি মিশনারি স্যার উইলিয়াম কেরি তিনি বাংলার ব্যাকরণ রচনা, মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশ, স্কুল টেক্সট বোর্ড গঠনসহ গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন।

এরই ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চশিক্ষার জন্য সারাদেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজ স্থাপন করে।

৩. রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অন্যান্য মনীষীদের অবদান:

রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ পরিবর্তনে হাত দেন। জিরা জিও, বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্তমনে জ্ঞান চর্চার ধারা তৈরি করে।

আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন ও রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে।

বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেন শরৎচ

Explanation:

Similar questions